৭০ শতাংশ এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধের পরও উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। এরমধ্যেই দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে সংঘাতে জড়ালো আইডিএফ।
টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (৮ মে) হামাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেশ কয়েকজন ইসরাইলি সেনা। দুটি আলাদা ঘটনায় আহত সেনাদের জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
দুই মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি অবরোধে উপত্যকায় খাদ্য ফুরিয়ে যাবার পথে। শেষমুহূর্তে সঞ্চিত অর্থের মাধ্যমে খাবার সংগ্রহের চেষ্টা করছে উপত্যকাবাসী। তবে সরবরাহ সংকটের জেরে পণ্যের দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা।
বাসিন্দাদের একজন বলেন, ‘প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। কীভাবে খাবার কিনবো বুঝতে পারছি না।’
আরেকজন বলেন, ‘বাজারের কোথাও ময়দা খুঁজে পেলাম না। খাবার কীভাবে রান্না করবো এখনো জানি না।’
মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি চুক্তির বিষয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বিরুদ্ধে সমরাস্ত্র প্রয়োগ ছাড়াই চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কোনো ধরনের বোমা হামলা ছাড়াই ইরানের সঙ্গে সমস্যা সমাধান করতে চাই। আমি তাদের ওপর হামলা করতে চাই না। আমি ইরানিদের সফল হিসেবে দেখতে চাই।’
এ বিষয়ে প্রতিক্রিয়া না দিলেও পারস্য উপসাগরের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। পাশাপাশি বৃহস্পতিবার উন্মোচন করা হয়েছে আইআরজিসির ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি। দেশটির নৌবাহিনীর প্রধানের দাবি, বহিঃশত্রুর হামলা থেকে সুরক্ষায় কার্যকর অবদান রাখবে শক্তিশালী ইউএভিগুলো।
আইআরজিসির কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি বলেন, ‘কোনো সময় আমাদের ভূখণ্ড আগ্রাসনের শিকার হলে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা লক্ষ্য ঠিক করে হামলা চালাবো। যেখানে শত্রুপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’
এদিকে যুদ্ধবিরতির পর লেবাননে অন্যতম বড় হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে চালানো ১৪ দফা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।