শনিবার (২১ জুন) রাতে ফের্দো, নাতাঞ্জ, ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর তেহরান-ওয়াশিংটন উত্তেজনায় রূপ নিয়েছে ইরান-ইসরাইল সংঘাত।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, মার্কিন হামলার পর ইরান পাল্টা জবাব কীভাবে দেয় তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব। এমন পরিস্থিতির মধ্যেই এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
আরো পড়ুন:
এছাড়া সামাজিকমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন রাখেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী যদি দেশটিতে মহান জাতি হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়, তবে সরকার পরিবর্তন কেন নয়?
এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে লক্ষ্য অর্জনের কাছাকাছি ইসরাইল।
বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘তারা আমাদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। এ কারণেই আমরা এই অভিযান শুরু করেছি। আমাদের অস্তিত্বগত হুমকি হলো ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যা অপসারণ করতে হবে। আমরা এই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। যা সম্পন্ন করার খুব কাছাকাছি রয়েছি আমরা।’
এমন উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানে মার্কিন হামলার পাল্টা জবাব দিতে করণীয় ঠিক করতে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
আরো পড়ুন:
এই যখন অবস্থা তখন, মার্কিন হামলার বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে জ্বালানি তেল পরিবহনে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টে। যার কারণে ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশ বেড়ে ৭৯ ডলার ছাড়িয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে এখনও কোনো হামলা না চালালেও, ইসরাইলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
এমনকি ইসরাইলের ছোড়া হার্মেস-৯০০ ড্রোন সফলভাবে ভূপাতিত করারও দাবিও করেছে তেহরান। অন্যদিকে তেহরানের মিলিটারি কমপ্লেক্সে হামলার দাবি করছে ইসরাইল। এছাড়াও, তেহরানের কাছে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।