২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।
গেল বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে।
১৭ বছর পর গত ৬ মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন জুবাইদা রহমান। হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে এ আপিল মঞ্জুর করেন।
এর আগে, গত ১৪ মে জুবাইদা রহমানকে জামিন দিয়ে অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।