দুর্নীতির মামলায় জুবাইদা রহমানের করা আপিলের শুনানি বৃহস্পতিবার

জুবাইদা রহমান
আইন ও আদালত
0

দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার (২২ মে) দিন ঠিক করেছেন হাইকোর্ট। আজ (বুধবার, ২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

গেল বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে।

১৭ বছর পর গত ৬ মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন জুবাইদা রহমান। হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে এ আপিল মঞ্জুর করেন।

এর আগে, গত ১৪ মে জুবাইদা রহমানকে জামিন দিয়ে অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।

এসএইচ