সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছি। প্রত্যাশা করবো, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আইন অনুযায়ী কার্যক্রম সম্পাদন করবে এবং আমরা যেন কোনো বৈষম্যের শিকার না হই।’
নির্বাচন নিয়ে দলের অবস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আগেই নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন জাতীয় ঐক্যমতের সংলাপ চলছে। প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, জুলাই মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে। আমাদের কাছে সংস্কারই এখন প্রধান অগ্রাধিকার। সেই সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এর আগে দিনজুড়ে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জনতার দল, জনতার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।