বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম দাশড়া (নিমতলী) এলাকার মুরগিপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন— পাবনার সাঁথিয়া উপজেলার বনগাঁও (পদ্মবিলা) এলাকার সাদ্দাম (২৮), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের মো. আলামিন (২২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার সোহান (২৫)।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভুক্তভোগী শিশুকে পশ্চিম দাশড়া (নিমতলী) মুরগি পট্টির হাবুর মুরগির দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ঘটনার কথা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকি দেয়া হয়। প্রাণভয়ে শিশুটি বাড়ির কাউকে কিছু না বলে শুধু শরীর খারাপ ও তীব্র ব্যথার কথা পরিবারকে জানায়।
আরও পড়ুন:
পরে গত বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। শিশুটির মা তার স্বামী ও আত্মীয়দের জানানোর পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পশ্চিম দাশড়ার নিমতলী মুরগিপট্টির সাদ্দাম ও আলামিনকে মারধর করে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং পরে থানায় নিয়ে আসে।
এদিকে ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তার চিকিৎসা চলছে।
ওসি আমান উল্লাহ বলেন, ‘শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।’