জাপান-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, ১০ শতাংশ শুল্ক হ্রাস

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
আন্তর্জাতিক বাণিজ্য
0

জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে, জাপানের ওপর ২৫ শতাংশ থেকে কমিয়ে শুল্ক ধার্য করা হয়েছে ১৫ শতাংশ। এছাড়া, যুক্তরাষ্ট্রের বাজারে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে টোকিও। চুক্তি নিয়ে বেশ উৎফুল্ল জাপান। এদিকে, ফিলিপিন্সের সঙ্গেও বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন বলছে, শুল্ক যুদ্ধে এসব চুক্তি তাদের জন্য বড় অর্জন।

আগামী পহেলা আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে দৌড়ঝাঁপ করছে বিভিন্ন দেশ। আলোচনার মাধ্যমে শুল্কের বোঝা কমাতে মরিয়া দেশগুলো। অন্যদিকে বাণিজ্য যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক সমাধানে আগ্রহী ট্রাম্প প্রশাসনও।

যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে ঐতিহাসিক একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর শুল্কের হার ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান। এছাড়া, নতুন বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও কৃষি সামগ্রীসহ বিভিন্ন মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত থাকবে জাপানের বাজার। দুই পক্ষের স্বার্থ রক্ষা করেই চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানান জাপানের প্রতিনিধি।

জাপানের প্রতিনিধি দলের প্রধান রয়োসেই আকাজাওয়া বলেন, ‘এটি কোনো সাধারণ আলোচনা ছিল না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান এমন একটি চুক্তিতে পৌঁছেছে যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের ভিত্তিতে উভয় দেশের স্বার্থ রক্ষা হবে। এতে দুই দেশই লাভবান হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তার মতে, এই চুক্তির মাধ্যমে জাপান ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, ‘চুক্তিকে স্বাগত জানিয়েছে জাপানের সাধারণ মানুষও। মার্কিন শুল্ক হ্রাসে বেশ খুশি টোকিওর বাসিন্দারা। তাদের মতে, জাপানের গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পে এবার স্বস্তি আসবে। যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির চার ভাগের এক ভাগই জাপানি গাড়ি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির খবরে চাঙা জাপানের শেয়ার বাজার। নিক্কেই সূচক একবছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বেড়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ার দর। ২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে প্রায় ২৩ হাজার কোটি ডলারের। যেখানে প্রায় ৭ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি ছিল। যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার জাপান।

জাপানে নিসানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫ শতাংশ, হোন্ডার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ এবং টয়োটার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ।

এর আগে, ফিলিপিন্সের সঙ্গেও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। চুক্তির আওতায় ফিলিপিন্সের ওপর শুল্কের হার এক শতাংশ কমিয়ে ধার্য করা হয়েছে ১৯ শতাংশ। এছাড়া, দেশটির বাজারে প্রবেশ করবে মার্কিন পণ্য। এর আগে, হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিলিপিন্সের প্রেসিডেন্টের ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। এরইমধ্যে, ম্যানিলার দুই আঞ্চলিক অংশীদার ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সঙ্গেও বাণিজ্য চুক্তির কথা জানিয়েছেন ট্রাম্প।

এদিকে, ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক বহাল রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বারবার আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানিয়েছে ব্রাজিল। এছাড়াও, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

ইএ