এর আগে, ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের অনাগ্রহ দেখেই যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বলে জানান তিনি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির চেষ্টায় বার বার ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন সুন্দর সুন্দর কথা বলে প্রতিদিনই ইউক্রেনে বোমা হামলা চালাচ্ছে।
এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও দু’টি এলাকা দখলের দাবি জানিয়েছে মস্কো। সেসময় ইউক্রেনের ডিফেন্স ইন্ডাস্ট্রি ও ড্রোন পরিচালনা ট্রেনিং সেন্টারকে লক্ষ্য করে হামলা চালায় তারা।
যদিও রাশিয়ার এ হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের। রাশিয়ার পাঠানো দুই শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি তাদের।