প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো উত্থাপনের দাবি সালাহউদ্দিনের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি
0

প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ (শুক্রবার, ২৭ জুন) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। দলটি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেয়া সম্ভব।

তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। এসময় তিনি প্রত্যাশা জানান নির্বাচন নিয়ে নিরেপেক্ষতা বজায় রাখবে অন্তবর্তী সরকার।

এএইচ