গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

এনসিপির ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ
রাজনীতি
0

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলাকারী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

আজ (শুক্রবার, ১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনরুজ্জীবিত হতে দেওয়া হবে না।

এসময় এনসিপির ওয়ার্ড পর্যায়ের নেতারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

তারা আরো বলেন, দেশের ভেতর আওয়ামী ফ্যাসিবাদদের ভিন্ন দেশ হতে পারে না। আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না এমন ধারণা ভেঙে দিয়েছে এনসিপি।

পরবর্তীতে সেখানে মুজিববাদকে কবর দেয়ার হুঁশিয়ারিও দেন নেতারা। একই সঙ্গে, অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনাও করেন বক্তারা। 

এসময় সমাবেশ থেকে সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের আহ্বান জানান এনসিপি নেতারা।

এসএইচ