এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও জেলার মুখ্য সমন্বয়কারী এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলার যুগ্ম-সমন্বয়কারী আহমেদুর রহমান তনুসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।
সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে।
তিনি বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময় হামলা হচ্ছে, এটি জানানো হয়েছে। তিনি আমাদের কথা শুনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।’
এদিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এনসিপির নেতারা সমসাময়িক কিছু বিষয়ে জানাতে এসেছিল। তাদের কথা শুনেছি। সে বিষয়ে পদক্ষেপও নেয়া হচ্ছে।’